ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন মা, ৩ দিন পর মরদেহ উদ্ধার

১ সপ্তাহে আগে
ছেলেকে বাঁচাতে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেয়ার তিন দিন পর নিখোঁজ মা জেসমিন বেগমের (৩৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের দড়িয়ার চর এলাকায় নদীর তীরের হোগলা পাতার বন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় জেলেরা নদীর তীরে মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

 

আরও পড়ুন: মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

 

বোরহানউদ্দিন মির্জাকালু নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, ‘মৃত জেসমিনের পরিবারের অভিযোগের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

 

উল্লেখ্য, গত শনিবার সকাল ৯টার দিকে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে তেঁতুলিয়া নদীতে প্রতিবন্ধী ছেলে তানজিল (১৭) পড়ে গেলে তাকে বাঁচাতে ঝাঁপ দেন মা জেসমিন। স্থানীয় জয়নাল আবেদীন তানজিলকে উদ্ধার করলেও স্রোতের টানে তলিয়ে যান জেসমিন। এরপর নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তল্লাশি চালালেও মরদেহ খুঁজে পাওয়া যায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন