ছুটির দিনে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

৪ ঘন্টা আগে
ছুটির দিনে মাদ্রাসা থেকে বাড়িতে এসে খেলতে গিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আপন দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো সোহান আলী (৭) ও সিয়াম হোসেন (৬)। তারা স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের প্রথম শ্রেণির ছাত্র। সোহান ওই গ্রামের সফিউল ইসলামের ছেলে ও সিয়াম দবিরুল ইসলামের ছেলে।

 

স্থানীয়রা জানান, ছুটিতে বাড়ি ফিরে সকালে খেলতে বের হয় দুই শিশু। খেলার এক পর্যায়ে পা পিছলে সিয়াম পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে সোহান ঝাঁপ দিলে দুজনই পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মরদেহ পুকুরে ভেসে ওঠে।

 

পরিবার সূত্রে জানা গেছে, দুই শিশুর বাবাই ঢাকায় কাজ করেন। ছুটির দিন হওয়ায় বৃহস্পতিবার তারা মাদ্রাসা থেকে বাড়িতে আসে।

 

আরও পড়ুন: ঠাকুরগাঁও সদরে চুরি-ছিনতাই হচ্ছে, স্বীকার করলেন ইউএনও

 

ঘটনার পর এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

 

লাহিড়ী তাকওয়া মাদ্রাসার শিক্ষকরা বলেন, ‘সোহান ও সিয়াম অত্যন্ত ভদ্র, নামাজি ও মেধাবী ছাত্র ছিল। এমন মৃত্যুতে আমরা শোকাহত।’

 

দাদী মাহমুদা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দুই ভাইয়ের একটি করে সন্তান ছিল ওরা। এখন সব শেষ হয়ে গেল।’

 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সচেতনতার অভাবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হচ্ছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।’

]]>
সম্পূর্ণ পড়ুন