ছিনতাইয়ের প্রতিবাদ করে প্রাণ গেল ঠিকাদার আরিফের

২ সপ্তাহ আগে
ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় ছুরিকাঘাতে আরিফ হাসান মণ্ডল (৪০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে বলাশপুর মড়লবাড়ি এলাকার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত আরিফ একই এলাকার বাসিন্দা। স্বজনদের অভিযোগ, ছিনতাইয়ের প্রতিবাদ করায় তাকে হত্যা করেছে স্থানীয় যুবক সাখাওয়াত হোসেন সাগর। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

আরও পড়ুন: বাবার দোকান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল শিশু খাদিজার

 

পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন সন্ধ্যায় বাসা থেকে বের হতেই আরিফের পথরোধ করে সাগর। দুজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সাগর তাকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্বজনরা জানান, কয়েকদিন আগে সম্প্রতি আরিফের ভাই আকরাম বাড়ি ফেরার পথে তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় সাগর। বিষয়টি আরিফ জানতে পেরে প্রতিবাদ করেছিলেন। এ নিয়ে থানায় অভিযোগও হয়। এরই জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি পরিবারের।

 

স্থানীয়রা বলেন, সাখাওয়াত হোসেন সাগর একজন পেশাদার ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে ধরতে পুলিশের চারটি টিম মাঠে কাজ করছে। খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন