বুধবার (১৮ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কৈ-গাড়ি এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- তোফাজ্জল, রবিউল ও সাব্বির।
পুলিশ জানায়, গত ১৬ জুন মিথ্যা পরিচয়ে কিস্তির টাকা দেয়ার কথা বলে আশা এনজিওর এক কর্মীকে ডেকে নেয় সাব্বির ও তার সহযোগীরা৷ পরে ওই এনজিওকর্মীকে ছুরিকাঘাতের পর ৯৪ হাজার টাকা ছিনতাই করে তারা। পরদিন ১৭ জুন মামলা করলে রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: ঝালকাঠিতে মাদকের অভিযানে দুই যুবক গ্রেফতার
শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, ‘গ্রেফতার তিনজনকে আজ বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় মমিন নামের আরও এক আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।’
]]>