ছিনতাইয়ের কবলে ব্যাংক কর্মকর্তা, ৯৯৯-এ ফোনে ৩ ছিনতাইকারী আটক

২ সপ্তাহ আগে
ময়মনসিংহ নগরীতে অটোরিকশা আটকে ছুরি ঠেকিয়ে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল, ডেবিট-ক্রেডিট কার্ড ছিনতাই ও কার্ড ব্যবহার করে টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়।


পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় অফিস শেষে বাসায় ফিরছিলেন ব্যাংক কর্মকর্তা মনিরুল হক। মাসকান্দা বাসস্ট্যান্ড পার হতেই অটোরিকশা আটকায় কয়েকজন ছিনতাইকারী। এসময় ছুরি ঠেকিয়ে ও মারধর করে মনিরুলের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় নগদ টাকা, মোবাইল ও ডেবিট-ক্রেডিট কার্ড। সেইসঙ্গে অস্ত্রেরমুখে কার্ডের পাসওয়ার্ড নিয়ে এটিএম বুথ থেকে ৫১ হাজার টাকাও তুলে নেয় তারা।


মনিরুল হক বলেন, ‘ভয় দেখিয়ে ছিনতাইকারী দলের সদস্যরা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের পাসওয়ার্ডও নিয়ে যায়। একপর্যায়ে আমি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা চলে যায়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন দিলে টহলরত পুলিশ আমার কাছে এসে ঘটনার বিস্তারিত শোনে।’

আরও পড়ুন: অনলাইনে ডলার বিনিয়োগের নামে কোটি টাকার প্রতারণা, দুই ভাই আটক

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত নগরের বলাশপুর নয়াপাড়া এলাকার শরাফ উদ্দিনের ছেলে তানভির হোসেন ওরফে অন্তর (২৫), শম্ভুগঞ্জের রাঘবপুর এলাকার আদাস আলীর ছেলে মো. মিলন (২৫) ও একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে সাব্বির আহমেদকে আটক করা হয়।


ওসি বলেন, তানভির হোসেনের বিরুদ্ধে দুটি ডাকাতি মামলা ও মিলনের বিরুদ্ধে একটি ছিনতাইয়ের মামলার তথ্য আছে থানায়। সোমবার রাতেই ঘটনায় মামলা শেষে মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে ছিনতাইকারী দলের তিন সদস্যকে আদালতে সোপর্দ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন