সোমবার (১২ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে নগরের শাহমখদুম থানার সিলিন্দা বটতলা এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়।
মঙ্গলবার দুপুরে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের পাশে কয়েকজন ছিনতাইকারীর অবস্থানের খবর পেয়ে অভিযানে যায় ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় কিছু একটা ফেলে দিয়ে আম বাগানের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: ‘ধুমকেতু এক্সপ্রেসের’ বগিতে আগুন
পরে ডিবি পুলিশের দল স্থানীয় নাইট গার্ডদের সঙ্গে নিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পিস্তলের গায়ে ইংরেজিতে ‘মেড ইন ইউএসএ’ লেখা আছে।
পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·