ছাত্রলীগ নেতাকে বাঁচাতে হাজির স্বেচ্ছাসেবক দল নেতার ভাতিজা, ব্যবসায়ী গুলিবিদ্ধ

৩ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গণধোলাই থেকে রক্ষা করতে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়েছে। এসময় মামুন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপন করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভুলতা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা। গত কয়েকদিন আগে তিনি এলাকায় ফিরে এসে নানা অপকর্ম করার চেষ্টা করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। মঙ্গলবার বিকেলে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের লোকজন ও এলাকাবাসী একত্রিত হয়ে খোকাকে আটক করে গণপিটুনি দেন।

 

স্থানীয়দের অভিযোগ, এ খবর জানতে পেরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবের ভাতিজা জাইদুল ইসলাম বাবু তাকে ছাড়িয়ে নিতে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ করেন। এসময় গুলিবিদ্ধ হন এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মামুন। পরে এলাকাবাসীর ধাওয়ায় অস্ত্রধারী বাবু সেখান থেকে দ্রুত পালিয়ে যান। শেষে উত্তেজিত জনতা ছাত্রলীগ নেতা খোকাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

 

স্থানীয়দের অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবের ছত্রছায়াতেই পলাতক ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন খোকা এলাকায় ফিরে এসে অপতৎপরতা করছিল।

 

ঘটনার পর গুলিবিদ্ধ ব্যবসায়ী মামুনকে আশঙ্কা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে গুলিবর্ষণ কারিকে দ্রুত গ্রেফতার ও ন্যায়বিচার দাবি করেন স্বজনরা।

 

এ ঘটনায় গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ ও তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে দোকানে হাত-পা বাঁধা অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

 

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন কাদের বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আমরা মামলা গ্রহণ করবো এবং সে অনুযায়ী আইনগত পদক্ষেপ নেব।

]]>
সম্পূর্ণ পড়ুন