ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১ মাস আগে
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশ পাওয়া নেতারা হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ-সভাপতি মো. রিসালাত ইসলাম সজীব, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নুর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সাইমন।

 

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হলো।

 

আরও পড়ুন: ফেনীতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত শতাধিক, ককটেল বিস্ফোরণ

 

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরে আজ (মঙ্গলবার) এই নির্দেশ দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন