বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে দেয়া পোস্টে তিনি লিখেন, ‘ডাকসুতে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী না রেখে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্রদলসহ যেসব সংগঠন আমাকে সম্মান জানিয়েছে, আমাকে এই পদের জন্য যোগ্য মনে করেছে ও আমার ওপরে বিশ্বাস রেখেছে যে, আমি এই পদে নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারব, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শিক্ষার্থীদের ভোটে জিততে চাই। তাদের হয়ে কাজ করতে চাই।’
পদটিতে নিজেকে যোগ্য মনে করছেন ঢাবির এই শিক্ষার্থী। তিনি বলেন, ‘গবেষণায় আমার তীব্র আগ্রহ ও অভিজ্ঞতা রয়েছে। আমার স্নাতক পর্যায়ের একটি রিসার্চ পেপার এরই মধ্যে নামকরা একটি আন্তর্জাতিক জার্নালে পাবলিকেশনের অপেক্ষায়। মাস্টার্সেও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমার গবেষণার কাজ চলমান। এরইমধ্যে রিসার্চটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছে।’
আরও পড়ুন: ডাকসু: তন্বীর সম্মানে একটি পদ ফাঁকা রাখলো ছাত্রদল
অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চান জানিয়ে তন্বী বলেন, ‘আপনাদের সবার সহযোগিতা পেলে আমি আমার লক্ষ্য পূরণ করতে পারব।’
তফসিল অনুযায়ী, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।
গত বছরের ১৫ জুলাই বিকেলে ছাত্রলীগের হামলায় আহত হন তন্বী। তার রক্তমাখা ভীত মুখটি ভাইরাল হয় এবং আন্দোলন বেগবান করতে অনুপ্রেরণা জোগাতে সাহায্য করে।