ছত্রভঙ্গ নয়, নুরকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল: বাপ্পি

৪ সপ্তাহ আগে
ছত্রভঙ্গ নয়, বরং নুরকে মেরে ফেলার পরিকল্পনা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক নেওয়াজ খান বাপ্পি।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।


এ সময় আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফেরানোর বিষয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘একটি দল আরেকটি এক-এগারো তৈরির পায়তারা করছে।’


আরও পড়ুন: আইসিইউ থেকে কেবিনে নুর: ঢামেক পরিচালক


অন্যদিকে, একই অনুষ্ঠানে দলটির সহসভাপতি জিসান আহমেদ বিপু বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শাস্তি নিশ্চিত না করলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। সমাবেশ শেষে হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।’

]]>
সম্পূর্ণ পড়ুন