রোজ বোলে ম্যাচ শুরু হবে বুধবার (১৮ জুন) সকাল ৭টায়। আরেক ম্যাচে রাত ১০টায় ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ মরক্কোর ক্লাব ওয়াইদাদ এসি। এদিকে প্রথম ম্যাচে বড় জয়ের আত্মবিশ্বাস নিয়ে অনুশীলন শুরু করেছে পিএসজি।
সবশেষ মৌসুমটা আক্ষেপের হয়ে থাকবে ইন্টার মিলানের জন্য। মাত্র এক পয়েন্টের জন্য নাপোলির কাছে ইতালিয়ান লিগ সিরিয়ার শিরোপা হারায় নেরাজ্জুরি। সবশেষ তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে ইতিহাস গড়ার আশায় ছিল ইন্টার। তবে, ৩১ মে অ্যালিয়েঞ্জ অ্যারেনার ফাইনালের স্মৃতি ভুলে যেতে চাইবেন সমর্থকরা। ৫-০ গোলে তাদের বিধ্বস্ত করে প্রথম শিরোপা জয়ের উৎসবে মাতে পিএসজি।
দলকে হতাশায় ডুবিয়ে ক্লাব ছাড়েন কোচ ইনজাগি। দলকে কক্ষপথে ফেরাতে ফিফা ক্লাব বিশ্বকাপকে বড় সুযোগ হিসেবে দেখছেন নতুন কোচ ক্রিস্চিয়ান শিভু। ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি খেলেছেন ইন্টার মিলানের হয়ে। ২০১০ সালে হোসে মরিনিওর অধীনে ইন্টার মিলানের ট্রেবল জয়ী দলের গর্বিত সদস্য রোমানিয়ান এই ডিফেন্ডার। এবার সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোচ হিসেবেও সমর্থকদের আস্থার প্রতীক হয়ে উঠতে চান।
প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব মনটেরেকে সমীহ করছেন শিভু। মনটেরেতে সার্জিও রামোসের মতো ফুটবলার থাকায় ম্যাচ জেতা সহজ হবে না বলেও মনে করেন তিনি।
গণমাধ্যমকে ক্রিস্চিয়ান শিভু বলেন, ‘দলের মাঝে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। সেটা কাটাতে চাইলে ক্লাব বিশ্বকাপে ভালো করতে হবে। মনটেরে ভালো দল। রামোস দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে খেলেছে। ইউরোপে খেলার অভিজ্ঞতা থাকায় তাকে হালকাভাবে নেওয়া যাবে না। ক্যানেলস, ওকাম্পোসরাও ভালো ফুটবলার। আমাদের পিএসজির বিপক্ষে ফাইনাল অতীত মনে করে সেটা ভুলে যেতে হবে। ৩২ দলের এই আসর আমাদের সে সুযোগ করে দিয়েছে। এখন সময় নিজেদের প্রমাণ করার।’
আরও পড়ুন: পিএসজির কাছে হেরে পাঁচদিন কথা বলতে পারেননি মার্টিনেজ
তিনবারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী ইন্টার মিলানের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষে উরওয়া রেড ডায়মন্ডস, সবশেষ ম্যাচে তাদের সামনে আছে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট।
ইন্টার মিলান যখন খাদের কিনারা থেকে নিজেদের খুঁজে পেতে নামছে, তখন নির্ভার হয়ে অনুশীলন করছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের রাজারা নিজেদের প্রথম ম্যাচে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে রীতিমতো বিধ্বস্ত করে আসর শুরু করেছে। ইনজুরির কারণে নেই উসমান দেম্বেলে। তাকে ছাড়াই তারণ্যের নির্ভর দল নিয়ে উড়ছেন এনরিক। ফ্যাবিয়ান উজি, ভিতিনিয়াদের নিয়ে এখন ভীতি ছড়াচ্ছেন কোচ।
শুক্রবার (২০ জুন) তাদের লড়তে হবে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর বিপক্ষে। ২৩ জুন গ্রুপের আরেক ম্যাচে তাদের প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্স। ট্রেবল জয়ের পর এবার এনরিকের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ জিতে ফিফা ক্লাব বিশ্বকাপের পরের রাউন্ড নিশ্চিত করা।
আরও পড়ুন: নিজের সাবেক ক্লাবে কোচ হয়ে ফিরছেন আর্জেন্টাইন মিডফিল্ডার
এদিকে, ফিফা ক্লাব বিশ্বকাপের আরেক ম্যাচে বুধবার রাতে নিজেদের খুঁজে পেতে নামছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। তাদের প্রতিপক্ষ মরক্কোর ক্লাব ওয়াইদাদ এসি। সবশেষ মৌসুমে নামের প্রতি সুবিচার করতে পারেনি সিটিজেনরা। টানা ব্যর্থ দলকে কোনোভাবেই সাফল্যে ফেরাতে পারেননি গার্দিওলা। তবে, বিশেষ দলবদলে তেজানি রাইন্ডার্সের মতো নবীনদের দলে নিয়েছেন কোচ। ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়ে আবারো ছন্দ ফিরে পাওয়ার আশা ম্যানচেস্টার সিটির।
]]>