৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে মাত্র ৬ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। সবশেষ হারটি লিভারপুলের বিপক্ষে, যাদের সঙ্গে বিগত ১৫ বছরে কোনো পরাজয় ছিল না লস ব্লাঙ্কোসদের। ফর্মের এমন লেজেগোবরে অবস্থা সত্ত্বেও আলিয়াঞ্জ অ্যারেনায় ৩১ মে’র ফাইনালে খেলার নিশ্চয়তা দিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। সাংবাদিক আলবার্টো সেরুটিকে ইতালিয়ান কোচ বলেছেন, ‘আমরা সেখানে থাকব, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে থাকব। ভালো কথাগুলো স্মরণ রাখবেন। আমরা মিউনিখ যাচ্ছি।’
আনচেলত্তির এই বক্তব্য কারো কাছে দাম্ভিকতা মনে হতে পারে, লাগতে পারে হাস্যকরও। ‘অতি সন্যাসীতে গাঁজন নষ্ট’ রিয়াল খেলবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল! ফর্ম তো যাচ্ছেতাই-ই, চোটে একের পর এক তারকাও হারাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। ডেভিড আলাবা, দানি কারভাহাল, চুয়ামেনি, এডার মিলিটাও, রদ্রিগো, ভিনিসিউস ও এদুয়ার্দো কামাভিঙ্গা; বড় তারকারাই নেই। আলাবা আগামী বছরের জানুয়ারিতে ও কারভাহাল আগস্টে মাঠে ফিরবেন। চুয়ামেনি ও কামাভিঙ্গা দ্রুতই ফিরবেন। মিলিটাও ফিরবেন আগস্টে, ভিনি ও রদ্রিগো আগামী মাসে।
আরও পড়ুন: ২ গোলের দুটিই রোনালদোর, জিতল আল নাসর
এত প্রতিবন্ধকতা সত্ত্বেও ফাইনালে যাওয়া রিয়াল মাদ্রিদের জন্য অসম্ভব নয়। প্রয়োজন কেবল ঘুরে দাঁড়ানো। গ্রুপপর্বে ৩ ম্যাচ হাতে রাখা দলটির জন্য সেরা আটের টিকিট ভাগানো শুধু কঠিন নয়, অসম্ভবের কাতারে। তবে সেরা ২৪-এ জায়গা করে নিতে পারলে দুই লেগের প্লেঅফ খেলে শেষ ১৬ ষোলোয় উঠার সুযোগ রয়েছে। এই পথ পাড়ি দিয়ে ফেলতে পারলেও ফাইনাল বহু দূরে। কিন্তু দলের নামটি যখন রিয়াল মাদ্রিদ, অসম্ভব আর কী! প্রতিযোগিতাটির সর্বোচ্চ (১৫) শিরোপা তো তাদের দখলেই, যা দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের (৭) অর্ধেকের চেয়েও বেশি।
ঘুরে দাঁড়াতে না পারলেই মুখ ‘পুড়বে’ আনচেলত্তির। আর ২৪-এর বাইরে থেকে গ্রুপপর্ব শেষ করলে এ মৌসুমে জায়গা মিলবে না ইউরোপা লিগসহ অন্য কোনো প্রতিযোগিতায়।