২০১৯ সালে অভিষেকের পর ৪৪ ওয়ানডে খেলে ৭১ উইকেট নিয়েছেন সিরাজ, গড়টাও ভালোই। ২৪.০৬ গড় ও ৫.১৯ ইকোনমিতে বল করেছেন তিনি। তা সত্ত্বেও শনিবার (১৮ জানুয়ারি) ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার পরিবর্তে জায়গা পেয়েছেন টি-টোয়েন্টির নিয়মিত মুখ আর্শদীপ সিং। আর্শদীপ এখন পর্যন্ত ওয়ানডে খেলেছেন মোটে ৮টি, নিয়েছেন ১২ উইকেট।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দল ঘোষণার পর সিরাজের বাদ পড়ার ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ব্যাপারটিকে তিনি দুর্ভাগ্যজনক হিসেবে বর্ণনা করেছেন।
আরও পড়ুন: ৭৫০ গড়ে রান করা ব্যাটারকে না নেয়ার যে ব্যাখ্যা দিল ভারত
রোহিত বলেন, ‘আমরা দলে মাত্র তিনজন পেসার চেয়েছিলাম, তাই মোহাম্মদ সিরাজকে বাদ পড়তে হয়েছে, যেটা সত্যি খুবই দুর্ভাগ্যজনক। নতুন বলে তার কার্যকারিতা বেশি, কিন্তু মাঝের ওভার এবং ডেথ ওভারে আমরা আরও কার্যকর বোলার চেয়েছিলাম। আমরা মনে করি জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি এবং অর্শদীপ সিংয়ের উপস্থিতি বোলিং আক্রমণকে সঠিক ভারসাম্য দেবে।’
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের লড়াই, ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচ স্বাগতিকদের সঙ্গে। ২ মার্চ গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, রিশাভ পন্ত, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।
]]>