চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রবীন্দ্র-রউফসহ যারা চোটের মিছিলে

১ মাস আগে
চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে ১৯ ফেব্রুয়ারি। তার আগে একের পর এক চোটের হানায় ছিটকে পড়ছেন ক্রিকেটাররা। চোটের কারণে অস্ট্রেলিয়া তো নাকাল। ছিটকে গেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল মার্শের মতো তারকা। টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে পড়াদের তালিকায় আছেন আনরিখ নরকিয়া, সাইম আইয়ুবের মতো তারকারা। তবে এই মিছিল আরও বড় হতে পারে। চোটের কারণে ছিটকে পড়ার শঙ্কায় আছেন বেশ কয়েকজন তারকা।

আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলে ক্রিকেটারদের ব্যস্ততা বেড়েছে অনেক। ফলে চোটে পড়ার হারও বেড়েছে। এই তো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই পাকিস্তানের হারিস রউফ এবং নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র চোট পেয়েছেন।


নিউজিল্যান্ডের রাচিন রবিন্দ্র ফিল্ডিংয়ের সময় কপালে বলের আঘাত পেয়েছেন। এই ইনজুরির কারনে সোমবারের (১০ ফেব্রুয়ারি) ম্যাচ থেকে ছিটকে গেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি খেলা হচ্ছে না তার।


এদিন ম্যাচের ৩৭তম ওভারে খুশদিল শাহর ক্যাচ ধরতে গিয়ে কপালে আঘাত পান রবীন্দ্র। বলের আঘাতে তার কপাল কেটে রক্তাক্ত হয়ে যায়। সঙ্গে সঙ্গে মাঠে মেডিকেল স্টাফরা ঢুকে তাকে চিকিৎসা দেন।


আরও পড়ুন: অস্ট্রেলিয়া দল দিলেও অধিনায়কের নাম জানায়নি


রবীন্দ্রের চোট নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, শারীরিকভাবে এই তারকা ভালোই আছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হেড ইনজুরি অ্যাসেসমেন্ট (এইচআইএ) প্রটোকল অনুযায়ী পর্যবেক্ষণে থাকায় আগামী ম্যাচটা খেলা হচ্ছে না তার।


পাকিস্তানের হারিস রউফ তো গতকাল ব্যাটিংয়ে নামতেই পারেননি। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময় ব্যক্তিগত সপ্তম ওভারে বুকের বাঁ পাশে এবং পেটের মাংশপেশীতে ব্যথা অনুভব করায় মাঠ ছেড়ে যান।


পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে রউফ লো-গ্রেড সাইড স্ট্রেইনে ভুগছেন।


চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর বাকি মোটে ১১ দিন। এমন সময়ে রবীন্দ্র-রউফের চোট তাদের দলের জন্য চিন্তারই বিষয়। এর আগে পাকিস্তান হারিয়েছে সাইম আইয়ুবকে। আর নিউজিল্যান্ডের পেসার লোকি ফার্গুসনেরও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা আছে। সংযুক্ত আরব আমিরাতে আইএলটি-২০ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। তার দল এখন স্ক্যানের রিপোর্টের জন্য অপেক্ষায়।


চোটের মিছিলে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের জ্যাকব বেথেলও। হ্যামস্টিংইয়ের চোটে আক্রান্ত বেথেলের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে বড় ধরণের শঙ্কা দেখা দিয়েছে। এই চোটের কারণে তিনি কটকে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের দল থেকে ছিটকে গেছেন। আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) আহমেদাবাদে সিরিজের শেষ ওয়ানডেতেও তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে উইকেটকিপার জেমি স্মিথও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। বাধ্য হয়ে আজকের ম্যাচে বদলি ফিল্ডারের তালিকায় নাম দিতে হয়েছে দুই সহকারি কোচ মার্কাস ট্রেসকথিক এবং পল কলিংউডের। বাধ্য হয়ে দেশ থেকে সমারসেটের বটম ব্যান্টনকে ডেকে পাঠিয়েছে তারা।

 

আরও পড়ুন: পেসারের বদলে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বোলিং অলরাউন্ডার


আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সবার আগে ছিটকে যান প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া। পিঠের চোটের কারণে তিনি স্কোয়াড ঘোষণার পর ছিটকে যান। এর আগে ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ও চোটের কারণে কপাল পুড়েছিল তার। এবার নরকিয়ার বদলি হিসেবে জেরাল্ড কোয়েতজির কথা ভেবেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ)। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটে তিনিও ছিটকে গেছেন।


দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে থাকা ডেভিড মিলার এবং লুঙ্গি এনগিডিও চোটে ভুগছেন। তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে তারা ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী দক্ষিণ আফ্রিকা।


চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুশ্চিন্তায় আছে ভারতও। জাসপ্রীত বুমরাহকে পাওয়া নিয়ে যথেষ্ঠ শঙ্কায় আছে ভারতীয়রা। বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে তিনি চোট পান।


চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়েছেন যারা: প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল মার্শ, সাইম আইয়ুব, আনরিখ নরকিয়া, জেরাল্ড কোয়েতজি। 

]]>
সম্পূর্ণ পড়ুন