চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন গজনফর, শেষ আইপিএলও

১ মাস আগে
আট বছর পর মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দীর্ঘদিন পর পাকিস্তানের মাটিতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসির কোনো টুর্নামেন্ট। উপলক্ষটাকে বিশেষ আয়োজনে সাজাতে কমতি রাখছে না পাকিস্তানও। কিন্তু মাঠে যদি তারকারাই না থাকে তবে উদযাপন ম্লান হয়ে যাওয়াই স্বাভাবিক। চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা মাঠে গড়ানোর আগেই যেভাবে একে একে তারকারা ছিটকে পড়ছেন তাতে টুর্নামেন্ট শেষ পর্যন্ত কতটুকু আলোকিত হবে তা নিয়েই সন্দেহ জাগছে। জাসপ্রিত বুমরাহ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, আনরিখ নরকিয়ারা এরই মধ্যে ছিটকে পড়েছেন টুর্নামেন্ট থেকে। এবার ধাক্কা খেল আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়েছে তাদের রহস্য স্পিনার।

আল্লাহ মোহাম্মদ গজনফর; আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বিস্ময় উপহার দিয়ে যাচ্ছেন। তরুণ এই রহস্য স্পিনারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি দারুণ একটা মঞ্চ হতে পারত। কিন্তু ইনজুরি আর তা হতে দিলো কই! ইনজুরিতে যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন গজনফর।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুজিব-উর রহমানকে পেছনে ফেলে দলে জায়গা করে নিয়েছিলেন গজনফর। কিন্তু এল-৪ কশেরুকায় চোট পাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি।


বুধবার (১২ ফেব্রুয়ারি) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানায়, 'এএম গজনফর এল-৪ কশেরুকায়, বিশেষ করে বাঁ দিকের পার্স ইন্টারআর্টিকুলারিসে চোত পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন।'


আরও পড়ুন: বাংলাদেশের চেয়ে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে


আফগানিস্তানের সাম্প্রতিক জিম্বাবুয়ে সফরে তিনি এই চোত পেয়েছেন বলে জানিয়েছে এসিবি। চিকিৎসার জন্য কমপক্ষে ৪ মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে বলেও জানিয়েছে এসিবি।


বাঁহাতি স্পিনার নাঙ্গেয়াইলিয়া খারোতে গজনফরের জায়গায় দলে জায়গা পেয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রিজার্ভ দলে ছিলেন এই বাঁহাতি।


১৮ বছর বয়সী গজনফরের জন্য এই ইনজুরি বড় একটা ধাক্কা হয়ে এলো। আইপিএলের মেগা নিলামে তাকে ৪.৮ কোটি রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস। আগামী ২১ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টেও খেলা হচ্ছে না গজনফরের।


আরও পড়ুন: সোশ্যাল মিডিয়া নয়, খেলার মাঠে মনোযোগ দেয়ার পরামর্শ আফ্রিদির

 
গজনফর অনেকটা সৌভাগ্যের কারণেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন। মুজিব উর রহমানের ইনজুরি তার সামনে জাতীয় দলের দরজা খুলে দিয়েছিল। মুজিব জিম্বাবুয়ে সফরের পর থেকেই জাতীয় দলের বাইরে। এসএটি-২০ এর এবারের মৌসুমের পুরোটা তিনি পার্ল রয়্যালসের হয়ে খেলেছেন। তবে পূর্ববর্তী ইনজুরি থেকে তিনি পুরোপুরি সেরে ওঠেননি বলেই ধারণা করা হচ্ছে।


চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান চার স্পিনার নিয়ে যাচ্ছে। তারা হলেন–রশিদ খান, নূর আহমাদ, মোহাম্মদ নবি এবং খারোতে। এদের মধ্যে খারোতে গত বছর নভেম্বরে শারজাহ'য় বাংলাদেশের বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেছেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন