চ্যাম্পিয়ন লিভারপুল এবার হোঁচট খেল আর্সেনালের কাছে

৫ দিন আগে
দুই ম্যাচ আগেই লিগ শিরোপা নিশ্চিত হয়েছে লিভারপুলের। এরপর খেলা টানা দুই ম্যাচে জয়হীন স্লটের দল। রোববার (১১ মে) আর্সেনালের বিপক্ষে প্রথমে দুই গোলে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

প্রথম হাফে দাপট দেখায় স্বাগতিকরা। দুই গোল করে মাত্র এক মিনিটের ব্যবধানে। ২০তম মিনিটে লিভারপুলের স্কোরশিটে নাম লেখান কোডি গাকপো। তার পরের মিনিটেই সোবোসালাইয়ের পাস থেকে গোল করেন লুইজ দিয়াজ। এরপরেও প্রথম হাফে বেশকিছু আক্রমণ চালিয়েছে লিভারপুল। তবে গোলের দেখা পায়নি।


দ্বিতীয় হাফের শুরুতেই এক গোল শোধ দেয় আর্সেনাল। ৪৭তম মিনিটে ট্রসার্ডের ক্রস থেকে হেডে গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ৭০ মিনিটে মিকেল মেরিনোর গোলে সমতা আনে আর্তেতার দল। তবে গোল করার নয় মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়ছে হয়েছে মেরিনোকে।


আরও পড়ুন: ইউরোপার ফাইনালে ওঠা ম্যান ইউনাইটেড ও টটেনহ্যাম লিগে হেরেই চলেছে 

 

May be an image of 2 people, people playing football, people playing soccer, crowd and textম্যাচ শুরুর আগে লিভারপুলকে গার্ড অব অনার দেয় আর্সেনাল।


শেষ দশ মিনিট ১০ জনের আর্সেনালকে চেপে ধরে লিভারপুল। তবে গোল করতে ব্যর্থ হয় অল রেডরা। গত সপ্তাহে চেলসির কাছে ৩-১ গোলে হেরেছিল লিভারপুল। ম্যাচ শুরুর আগে অ্যানফিল্ডে লিভারপুলকে গার্ড অব অনার দেয় আর্সেনাল।


৩৬ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।  

]]>
সম্পূর্ণ পড়ুন