গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন: ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ কাছিয়াড়া এলাকার রাফসান ইসলাম নিলয় (২০), ফরিদগঞ্জের বারপাইকা এলাকার মো. ইয়ামিন (২১) এবং গ্যারেজ মালিক নিজগাছতলার আব্দুস সালাম (২৬)।
পুলিশ জানায়, গ্রেফতার তিনজন কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন মোটরসাইকেল চোরচক্রের সঙ্গে যুক্ত। তাদেরই একজন, লক্ষ্মীপুরের ইয়াসিনের সহায়তায় এই তিনজন মোটরসাইকেলগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজগাছতলার গ্যারেজে রাখে। উদ্ধার করা ছয়টি মোটরসাইকেলের মধ্যে রয়েছে সুজুকি জিক্সার, ফেজার, দুটি এপাচি, বাজাজ প্লাটিনা এবং হোন্ডা সিডিআই মডেলের বাইক।
আরও পড়ুন: চাঁদপুরে ১০ বালু ব্যবসায়ীকে জরিমানা
চাঁদপুর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান জানান, বুধবার বিকেলে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত টহলের সময় একটি মোটরসাইকেল চোর ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে সে চোরাই মোটরসাইকেল বিক্রির তথ্য দেয়। এরপর সদর মডেল থানার একটি দল গ্যারেজে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করে এবং তিনজনকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, ‘গ্রেফতার চক্রটি একটি বড় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য। জিজ্ঞাসাবাদে তারা মোটরসাইকেল চুরির পদ্ধতি, বিক্রির স্থান এবং টাকার লেনদেন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।’
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা বিস্তারিত স্বীকারোক্তি দিয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
]]>