মঙ্গলবার (২৯ জুলাই) ২৫ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে আল নাসর।
দুদিন আগেই ফেলিক্সের আল নাসরে যোগ দেওয়ার খবর দিয়েছিলেন দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সূত্র ও ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন, দুই বছরের চুক্তিতে ২০২৭ পর্যন্ত আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ফেলিক্স।
এত অল্প বয়সে ইউরোপ ছেড়ে এশিয়ার লিগে পাড়ি জমালেও তা নিয়ে উদ্বিগ্ন নন ফেলিক্স। বরং উচ্ছ্বসিত পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ৪৫ আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করা এ ফরোয়ার্ড। তিনি বলেন, ‘আমি এখানে আনন্দ ছড়াতে এসেছি। চলুন একসঙ্গে জয় উপভোগ করি।’
আরও পড়ুন: ফরাসি লিগে পিএসজির প্রতিপক্ষ হয়ে ফিরছেন নেইমার!
ফেলিক্সকে এক সময় মনে করা হতো ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি। বেনফিকার হয়ে তার অসাধারণ নৈপুণ্যের কারণে পরিণত হয়েছিলেন দল বদলের বাজারে হটকেকে। ২০১৯ সালে মাত্র ২০ বছরের এই তরুণকে দলে টানতে অ্যাতলেটিকো মাদ্রিদ ১২৬ মিলিয়ন ইউরো (প্রায় ১,৮০৬ হাজার ৫৯ লাখ টাকা) খরচ করেছিল। কিন্তু সেখানে আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি।
২০২৩-২৪ মৌসুমে চেলসি ও বার্সেলোনায় তাকে লোনে পাঠানো হয়। ২০২৪ সালে স্থায়ী চুক্তিতে চেলসিতে যোগ দেন ফেলিক্স। কিন্তু ক্লাবটিতে সময়টা দুঃস্বপ্নের মতো কেটেছে তার। অর্ধেক মৌসুম পরেই তাকে এসি মিলানে ধারে পাঠানো হয় তাকে। দুঃসময় কাটানো এ তরুণ ফরোয়ার্ডের পাশে অবশ্য আরেকবার দাঁড়াতে চেয়েছিল শৈশবের ক্লাব বেনফিকা। কিন্তু মাঝখানে হাত বাড়িয়ে বসে আল নাসর।
আরও পড়ুন: দিয়াজকে ছেড়ে দিয়ে নিউক্যাসলের স্ট্রাইকারকে কিনছে লিভারপুল
তাকে দলে টানতে প্রাথমিকভাবে আল নাসরের খরচ ৩০ মিলিয়ন ইউরো। এর বাইরেও চুক্তির আওতায় আরও কিছু অর্থ চেলসিকে প্রতিশোধ করতে হবে আল নাসরের।
]]>