চেন্নাইয়ের কাছে হেরে প্লেঅফের সমীকরণ কঠিন করলো কলকাতা

২ দিন আগে
চারটা দলের আইপিএলের প্লেঅফে যাওয়ার নিয়ম। চার নম্বর স্থানটি এখন মুম্বাই ইন্ডিয়ান্সের দখলে, যাদের নামের পাশে ১৪ পয়েন্ট। ১১ পয়েন্টের মালিক কলকাতা নাইট রাইডার্সকে তাই প্লেঅফের আশা বাঁচিয়ে রাখার জন্য ১২তম ম্যাচটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জিততেই হতো। কিন্তু কলকাতা সেটি পারেনি।

এরইমধ্যে বিদায় নেওয়া চেন্নাইয়ের বিপক্ষে কলকাতা বুধবার (৭ মে) ২ উইকেটে হেরেছে। চেন্নাই ১৮০ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে দিয়েছে। হারলেও কলকাতার আশা একেবারে শেষ হয়ে যায়নি, নিভু নিভু আশা বেঁচে থাকা দলটির বাকি দুই ম্যাচেই জিততে হবে, পাশাপাশি চেয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে।


অথচ কলকাতা জয়ের মঞ্চ তৈরিই করে ফেলেছিলো। ইডেন্স গার্ডেন্সে আগে আজিঙ্কা রাহানের ৪৮, আন্দ্রে রাসেলের ৩৮ ও মানিশ পান্ডের ৩৬ রানে ভর করে ১৭৯ রান তোলা দলটি ৬০ রানেই চেন্নাইয়ের ৫ উইকেট তুলে নেয়। আয়ুশ মাত্রে ও ডেভন কনওয়ে দুজনই শূন্য করে সাজঘরে ফেরেন। উরভিল পাটেল করেন ৩১ রান।


আরও পড়ুন: কোহলির কাটআউটের সামনে পাঁঠা বলির ঘটনায় গ্রেফতার তিনজন


এছাড়া রবিচন্দ্রন অশ্বিন ৮ ও রবীন্দ্র জাদেজা ১৯ রান করে তুলেন। এরপর ম্যাচের মোড় ঘুরিয় দেন দেওলাদ ব্রেভিস। এই প্রোটিয়া ব্যাটার দুশোর বেশি স্ট্রাইকরেটে ৫২ রান করে আউট হওয়ার পর চেন্নাইয়ের বলতে গেলে জয়ের বন্দরেই পৌঁছে যায়। বাকি পথটা শিভম দুবে ও মহেন্দ্র সিং ধোনির ব্যাটে সারে চেন্নাই।


দুবে ৪০ বলে ৪৫ ও ধোনি ১৮ বলে ১৭ রান করেন। বৈভব অরোরা ৪৮ রানে নেন ৩ উইকেট। ম্যাচসেরা হন চেন্নাইয়ের নূর আহমেদ। ৩১ রানে তার শিকার ৪ উইকেট।

]]>
সম্পূর্ণ পড়ুন