মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভৈরবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে র্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী এএসপি তপন সরকার বলেন, ‘গোপন খবর আসে যে, মদের একটি বড় চালান ঢাকায় যাবে। তারই সূত্র ধরে আমরা ঢাকা-সিলেট মহাসড়কের ন্যাটাল মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করি।’
আরও পড়ুন: ঝিনাইগাতী থেকে বিপুল ভারতীয় মদ উদ্ধার
তিনি আরও বলেন, ‘রাত ৮টার দিকে কাঙ্ক্ষিত গাড়িটি দ্রুতগতিতে চেকপোস্টে আসে। থামার সিগনাল দিলে তা অমান্য করে পালানোর চেষ্টা করা হয়। তাড়া করলে একপর্যায়ে গাড়িটি গ্রামের ভেতরে রেখে চালকসহ দুজন পালিয়ে যান। পরে গাড়িটি ক্যাম্পে এনে তল্লাশি করে ভেতরে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় ১৬৪৮ বোতল মদ উদ্ধার করা হয়। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·