রোববার (১৩ এপ্রিল) সকাল ৯ টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রফিকুল ইসলাম জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের পূর্বরেখিরপাড় গ্রামের আজিম উদ্দিন মোল্লার ছেলে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার আবুল কালাম আজাদ।
আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যাচেষ্টা মামলার কয়েদির মৃত্যু
কারা কর্তৃপক্ষ জানান, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরেই ডায়েবেটিস ও কিডনি রোগে আক্রান্ত। রোববার সকাল সাড়ে সাত টার খাবারের আগে তিনি ইনসুলিন নেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার আবুল কালাম আজাদ বলেন, ‘সকালে যথারীতি জেলখানা পরিদর্শন করা হয়। শুনেছি তিনি ফজরের নামাজ আদায় করেছেন। সকালের খাবারের আগে ইন্সুলিন নেয়ার সময় তিনি অসুস্থতা বোধ করলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন: যশোর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
মামলা সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম চেক জালিয়াতির মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত হন।
]]>