চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর: ইসি

১ সপ্তাহে আগে
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ অধিশাখা থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

 

এতে জানানো হয়, ভোটার তালিকা ডাটাবেজে অন্তর্ভুক্ত ২০০৭ সালের ৩১ অক্টোবর বা তার পূর্বে যাদের জন্ম এমন নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিঙ্ক পাঠানোর শেষ তারিখ ২৫ অক্টোবর।

 

হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা  প্রকাশ হবে ১ নভেম্বর। আর দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ১৬ নভেম্বর।

 

আরও পড়ুন: এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তির সময় বেঁধে দিলো ইসি 

 

সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ১৭ নভেম্বর। আর দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশ ও হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ১৮ নভেম্বর।

]]>
সম্পূর্ণ পড়ুন