চুয়েটে জাতীয় রোবটিক্স ও প্রযুক্তি উৎসব শুরু

৫ দিন আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হয়েছে এক ব্যতিক্রমধর্মী জাতীয় রোবটিক্স ও প্রযুক্তি উৎসব 'MIE ROBOLUTION 1.0'।

বৃহস্পতিবার (৮ মে) থেকে ১০ মে পর্যন্ত চলবে এই তিন দিনব্যাপী আয়োজন, যা প্রযুক্তিপ্রেমী তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে দেবে এক নতুন দিগন্তের দিকনির্দেশনা। চুয়েটের মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (MIE) বিভাগের উদ্যোগে এ উৎসবটি প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে।


এ উৎসবে দেশের ৪১টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে অংশ নিচ্ছে প্রায় ৭০০ শিক্ষার্থী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবে রোবটিক্স, সফটওয়্যার, ডিজাইন, প্রযুক্তি ও উদ্ভাবন নির্ভর নানা প্রতিযোগিতা এবং সেমিনারের আয়োজন করা হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দেশের প্রথম সরাসরি যন্ত্র ও সফটওয়্যারের সমন্বয়ে গঠিত হ্যাকাথন 'টেকাথন'।
 
আরও পড়ুন: চবি থেকে ভাটিয়ারী পর্যন্ত রয়েল মিনিবাস সার্ভিস চালু
 
তিন দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়েছে সকাল সাড়ে ৮টায় কেক কাটার মাধ্যমে। এরপর থাকবে র‍্যালি, ইন্ডাস্ট্রিয়াল সেমিনার এবং ফিফা গেমিং ইভেন্ট। ৯ মে দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে লাইন ফলোয়িং রোবট, রোবো সকার ও টেকাথন প্রতিযোগিতা। ১০ মে উৎসবের শেষ দিনে থাকছে প্রজেক্ট উপস্থাপন, ক্যাড ডিজাইন ও দাবা প্রতিযোগিতা। দিন শেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে 'MIE ROBOLUTION 1.0'-এর।


MIE বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য হলো প্রযুক্তি ও রোবটিক্স শিক্ষায় তরুণদের আগ্রহ সৃষ্টি, তাদের উদ্ভাবনী শক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি এবং একটি মানসম্মত জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তোলা।

আরও পড়ুন: চবিতে ‘অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল’ চালু

তিনি আরও জানান, উৎসবে দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান ও প্রযুক্তি বিশেষজ্ঞদের উপস্থিতি শিক্ষার্থীদের জন্য হবে অনুপ্রেরণার উৎস।


পুরস্কার হিসেবে থাকবে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক CS Lab, এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে Iconic, Synx, Particles, Weigen, Eclectic, Macro Construction & Engineering এবং Factory Next। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে সময় টেলিভিশন।

]]>
সম্পূর্ণ পড়ুন