চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

৬ দিন আগে
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় আল ইমরান (৩৫) নামে মোটরসাইকেল আরোহী এক স্যানেটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে পৌর এলাকার ছাগল ফার্মের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আল ইমরান আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের বলেস্বরপুর গ্রামের খন্দকার রফিক উদ্দীনের ছেলে। তিনি কয়েক বছর যাবত চুয়াডাঙ্গা পৌর শহরের সাতগাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।

 

আরও পড়ুন: নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে কাভার্ড ভ্যান চালক নিহত

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, ‘স্থানীয়রা রাতে আল ইমরানকে জরুরি বিভাগে আনেন। তারা জানান আল ইমরান সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এসময় পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে।

 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি মুন্সিগঞ্জমুখী একটি ট্রাক্টরের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। ট্রাক্টরটি মুন্সিগঞ্জের দিকে চলে যাওয়া শনাক্ত করা যায়নি, তবে চেষ্টা চলছে। পরিবারের সদস্যরা অভিযোগ না করলে লাশ হস্তান্তর করা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন