সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হরিণটানা থানার আন্দির ঘাট ব্রিজের ওপাড়ে বাচ্চু সাহেবের গোরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর ভোররাতে ওই এলাকার মরিয়ম (৩০) নামে এক গৃহবধূর বাড়ি থেকে কিছু মালামাল চুরি হয়। এ ঘটনার সূত্র ধরে রোববার বিকেলে মরিয়ম চাল খাওয়ানোর কথা বলে শাহজাহান ও তার ছেলেকে নিজের বাসায় ডেকে নেন।
আরও পড়ুন: বিয়ে বাড়িতে সিঁড়ি দিয়ে নামার সময় বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল আছিয়ার
এরপর চুরির অভিযোগ তুলে স্থানীয় বশির (৩২), শাকিল (৩৩), কবির (৪০)সহ আরও কয়েকজন যুবক তাদের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার খন্দকার হোসেন আহমেদ বলেন, ‘চুরির অভিযোগে দুজনকে মারধরের ঘটনা ঘটেছে। তারা এখন খুলনা মেডিকেল কলেজে ভর্তি আছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দেয়া হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
]]>