শনিবার (১৮ জানুয়ারি) আলমডাঙ্গা পৌর এলাকার তাঁতীশেড বাজারে এ হামলার ঘটনা ঘটে বলে জানান আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।
মাসুদুর রহমান বলেন,
বিএনপির এ নেতা মাহবুবুর রহমান চা পান করার জন্য পৌর এলাকার তাঁতীশেড বাজারে যান। এ সময় হেলমেট পরিহিত অবস্থায় এক যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেছে। আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল তাকে নেয়া হয়েছে। সেখানে তাকে ভর্তি রাখাও হেয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
আহত বিএনপি নেতা মাহবুবুর রহমান সময় সংবাদকে বলেন, রাতে চা পানের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলাম। কোনো কিছু বুঝে ওঠার আগেই হেলমেট পরা অবস্থায় এক যুবক অস্ত্র দিয়ে হাতে কোপ মারে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কারা হামলা করেছে চিনতে পারিনি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. নাজমুস সাকিব বলেন,
আহত অবস্থায় একজন রোগী সদর হাসপাতালে জরুরি বিভাগের আসেন। তার শরীরে ধারালো অন্ত্রের আঘাত রয়েছে। চিকিৎসা শেষ সার্জারি ওয়ার্ড ভর্তি রাখা হয়েছে।
আহত মাহবুবুর রহমান আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের হাড়গাড়ি গ্রামের মৃত মাহাতাব আলির ছেলে। আলমডাঙ্গা উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমারী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
]]>