বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শহরের লাল ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটকরা হলেন: কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিরামপুর গ্রামের আরজুল হকের ছেলে ফরজ আলী এবং একই উপজেলার কুর্শা গ্রামের তানিস আলীর ছেলে রাজন আলী।
জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট হাসানুল বান্না জানান, আলমডাঙ্গা শহরে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর থেকে লাল ব্রিজ এলাকার পশুহাট যাত্রী ছাউনির সামনে অবস্থান নেয় পুলিশ। এ সময় চুয়াডাঙ্গার দিক থেকে আসা একটি রেজিস্ট্রেশনবিহীন (অন-টেস্ট) মোটরসাইকেল থামিয়ে তল্লাশি শুরু করা হয়।
আরও পড়ুন: সেনা হেফাজতে মৃত বিএনপি নেতা ডাবলুর দাফন সম্পন্ন
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কথাবার্তায় সন্দেহ হলে দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের পকেট থেকে একটি কাটার ও দড়ি বাঁধা একটি গিয়ার (সুইচ গিয়ার চাকু) উদ্ধার করা হয়। পরবর্তীতে মোটরসাইকেলের সিট খুলে সেখান থেকে একটি চাপাতি ও একটি স্টিলের রড জব্দ করা হয়।
পরে খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেশীয় অস্ত্রসহ ওই দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’
]]>
২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·