শনিবার (১০ মে) বিকেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
আব্দুর রহিম আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের মৃত মেসের আলীর ছেলে। তিনি হাউসপুর ওয়ার্ড জামায়াতের সভাপতি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, শনিবার সকালে আব্দুর রহিম মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে মেয়ের বাড়ি কুষ্টিয়া নানদিয়াহারুলিয়া গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে আলমডাঙ্গা ডাম্বলপুর মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি হয়। বিকেলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৪
ওসি আরও বলেন, আইনগত প্রক্রিয়া মেনে লাশ দাফনের অনুমতি দেয়া হয়।