বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন আয়োজনের বিষয়ে চীনের শুভকামনা এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়— এমন অবস্থানকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে গ্রহণ করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ গভীরভাবে মূল্যায়ন করে। অন্তর্বর্তী সরকারের অধীনে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলেও উল্লেখ করা হয়।
আরও পড়ুন: চীন-তাইওয়ান ‘পুনর্মিলন অনিবার্য’: জিনপিং
এছাড়া বাংলাদেশ ‘এক চীন নীতি’র প্রতি তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·