চীনে এক গাড়ি হামলায় নিহত ৩৫

১ সপ্তাহে আগে
চীনের দক্ষিণাঞ্চলের ঝুহাই শহরের এক স্পোর্টস সেন্টারে ব্যায়ামরত মানুষকে জেনেবুঝে ধাক্কা দেন এক গাড়ি চালক। মঙ্গলবার পুলিশ বলেছে, এই দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও  ৪৩ জন আহত হয়েছেন।   সোমবার দিনের শেষে এই ঘটনার সূত্রে পুলিশ এক ৬২ বছর বয়সী ব্যক্তিকে ঝুহাই শহরের সেই স্পোর্টস সেন্টার থেকে আটক করেছে। ওই শহরে প্রতি বছর পিপলস লিবারেশন আর্মি দেশের সবচেয়ে বড় বিমান প্রদর্শনীর আয়োজন করে থাকে। এই প্রদর্শনীর প্রাক্কালে এই হত্যাকাণ্ড ঘটল। চারটি হাসপাতালে আহতদের চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়। এরকম একটি হাসপাতাল বলছে, তারা ২০ জনেরও বেশি আহত মানুষকে ভর্তি করেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার এই তথ্য জানিয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ জানানো হয়নি। পুলিশ বলছে, তদন্ত চলছে। চীনের কর্তৃপক্ষের প্রচলিত পন্থা মেনে পুলিশ ঐ চালকের পারিবারিক নাম প্রকাশ করেছে। তার নাম ফান। পুলিশের বিবৃতিতে বলা হয়, সোমবার ওই চালকের গাড়ির ধাক্কায় “বেশ কয়েকজন” পথচারী লুটিয়ে পড়েন।   জেলা শহর জিয়াংঝোউর ওই স্পোর্টসসেন্টারে নিয়মিত শত শত বাসিন্দা জমায়েত হন। সেখানে তারা ট্র্যাকে দৌড়াতে পারেন, ফুটবল খেলতে পারেন ও সামাজিক নৃত্যে অংশ নিতে পারেন। এই ঘটনার পর সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার ঘোষণা দিয়েছে।  সাম্প্রতিক সময়ে চীনে এ ধরনের এলোপাথাড়ি হামলার ঘটনা অনেক বেড়েছে। এসব ঘটনার ক্ষেত্রে সন্দেহভাজন হামলাকারীরা স্কুলগামী শিশুসহ অন্যান্যদের বিরুদ্ধে তেমন কোনো কারণ ছাড়াই হামলা চালায়। অক্টোবরে ৫০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসে, তিনি বেইজিংয়ের এক স্কুলে ছুরি ব্যবহার করে শিশুদের ওপর হামলা চালিয়েছিলেন। পাঁচ জনকে আহত করার পর ওই ব্যক্তিকে আটক করা হয়। সেপ্টেম্বরে সাংহাইয়ের এক সুপারমার্কেটে ছুরি হামলায় তিন ব্যক্তি নিহত হন।
সম্পূর্ণ পড়ুন