মোবাইল, কম্পিউটার ও সেমিকন্ডাক্টরের মতো পণ্যে শুল্ক ছাড় দেয়ার ঘোষণার তিনদিন পর সোমবার (১৩ এপ্রিল) চীনের এসব পণ্যের ওপর নতুন করে শুল্কারোপ করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
গত প্রায় দুই সপ্তাহ ধরে একে অপরের ওপর উচ্চমাত্রার শুল্ক আরোপ করে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র। সর্বশেষ চীন থেকে আমদানি করা পণ্যে ১৪৫ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে শনিবার (১২ এপ্রিল) মার্কিন প্রশাসন জানায়, এই নতুন শুল্ক কার্যকর হবে না স্মার্টফোন, কম্পিউটার, সেমিকন্ডাক্টর, সোলার সেল কিংবা মেমোরি কার্ডের মতো ইলেকট্রনিক পণ্যে।
আরও পড়ুন: শুল্কযুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন
শুল্কছাড়ের এই ঘোষণা চীনের ওপর নির্ভরশীল অ্যাপল ও চিপ কোম্পানি এনভিডিয়ার মতো মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে স্বস্তি দিয়েছিল। নোটিশ প্রকাশের পর তাদের শেয়ারের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল।
এর প্রতিক্রিয়ায় চীন জানায়, শুধু স্মার্টফোন ও কম্পিউটার নয়, পারস্পরিক শুল্কের ভুল অনুশীলন সম্পূর্ণরূপে বাতিল করতে হবে যুক্তরাষ্ট্রকে। রোববার (১৩ এপ্রিল) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘ভুল সংশোধনের জন্য একটি পদক্ষেপ নেয়ার জন্য আমরা যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাই।’
কিন্তু এরপর সোমবারই (১৪ এপ্রিল) এলো নতুন ঘোষণা। এমনকি ওইসব পণ্যের ওপর যে শুল্কছাড় ঘোষণা করা হয়েছিল তাও অস্বীকার করেছেন ট্রাম্প। এর ফলে শুল্ক নিয়ে ট্রাম্পের কর্মকাণ্ড ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
আরও পড়ুন: রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালেন ট্রাম্প
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে ট্রাম্প বলেছেন, কোনো পণ্যেই শুল্কছাড়ের কথা ঘোষণা করা হয়নি। এ ধরনের নোটিশের খবর ভুয়া। এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই পণ্যগুলোও শুল্কের আওতায় পড়বে। ট্রাম্প এ বিষয়ে শিগগিরই ঘোষণা দেবেন।
]]>