সোমবার (২২ সেপ্টেম্বর) সভাটি অনুষ্ঠিত হয় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে।
সভায় ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নব মনোনীত কোষাধ্যক্ষ এবং ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এইচ. এম. মোশারফ হোসেন।
মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধি, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রসহ বিভিন্ন ইস্যুতে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নিজেদের মতামত তুলে ধরেন ডাকসুর সম্পাদকবৃন্দ।
আরও পড়ুন: জামায়াতের আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
আলোচনায় উল্লেখ করা হয়, প্রস্তাবিত চায়না-বাংলাদেশ মৈত্রী হল, যেখানে ৫ হাজার ছাত্রীদের আবাসন সুবিধা থাকবে; তার নির্মাণ কাজ এ বছরের মধ্যেই শুরু হবে। এছাড়া ডাকসুর নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরও দুটি নতুন হল নির্মাণের প্রস্তাব দেন। এ প্রস্তাব বাস্তবায়নে দ্বিতীয় ধাপে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন সম্মানিত রাষ্ট্রদূত।
সভায় তিনি আরও জানান, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য, স্কলারশিপ, গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহী চীন।
আলোচনার শেষে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে স্মারক প্রদান করা হয়। পাশাপাশি, চীনের রাষ্ট্রদূতও ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা স্মারক উপহার দেন।