চীন সফরে গেল জামায়াতের প্রতিনিধিদল

৪ সপ্তাহ আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে গেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ঢাকা ত্যাগের আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

 

দেশটিতে ৮ সদস্যের প্রতিনিধি দল শুক্রবার (১১ জুলাই) থেকে মঙ্গলবার (১৫ জুলাই) পর্যন্ত সফর করবেন বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, চীনের আশ্চর্যজনক অভ্যুত্থান বিশ্বের জন্য শিক্ষণীয় বিষয়। আমরা আশা করি চীনের কাছ থেকে এ সফরের মধ্য দিয়ে ভালো কিছু শিখব, জানব এবং তারাও আমাদের জানার সুযোগ পাবে।

 

আরও পড়ুন: ইনক্লুসিভ নির্বাচনের নামে আ. লীগকে স্পেস দিতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার

 

জামায়াত আমির বলেন, এ সফর বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রায় নিতে আলোচনা হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ভালো সরকার আনতে আলোচনা হবে।

 

আরও পড়ুন: আগামী নির্বাচনে দেশপ্রেমিক ইসলামপন্থিরা এক বাক্সে আসবে: তাহের

 

চীনা রাষ্ট্রদূত বলেন, জামায়াতে ইসলামীর এ সফর ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের সম্পর্কে আরও দৃঢ় করবে। পাশাপাশি দুই দেশের উন্নয়ন ব্যবস্থা আরও জোড়ালো হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন