হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং-এর সাথে দেখা করার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, তাদের আমাদের ম্যাগনেট (চুম্বক) দিতে হবে, অন্যথায় আমাদের তাদের উপর ২০০ শতাংশ শুল্ক বা অন্য কিছু আরোপ করতে হবে। তবে তিনি স্বীকার করেছেন যে এত উচ্চ শুল্ক দ্বিপাক্ষিক বাণিজ্যে ভাঙ্গন আনবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি চীন (রেয়ার আর্থ) সরবরাহের উপর তার নিয়ন্ত্রণ বাড়িয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির প্রতিশোধ হিসেবে এপ্রিল মাসে তার রপ্তানি নিষেধাজ্ঞার তালিকায় বেশ কয়েকটি রেয়ার আর্থ পণ্য এবং চুম্বক যুক্ত করেছে।
আরও পড়ুন:উত্তর কোরিয়ার নেতা কিমের সাথে এ বছরই দেখা করতে চান ট্রাম্প
রেয়ার আর্থ হলো ১৫টি মৌলের একটি সমষ্টি।
ট্রাম্প বলেন, আমাদের আরও শক্তিশালী একটা জিনিস আছে, সেটা হলো শুল্ক। আমরা যদি ১০০ শতাংশ, ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে চাই, তাহলে চীন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি সেই কার্ডগুলো খেলতে চাই না।
সাউথ চায়না মর্নিং পোস্ট এর প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য চীনের সাথে সম্পর্ক নিয়ে তার আগের বন্ধুত্বপূর্ণ মনোভাবের সাথে বৈপরীত্য তৈরি করেছে। এই মাসের শুরুতে তিনি চীনের বিরুদ্ধে নতুন শুল্ক বৃদ্ধির উপর বিরতি আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছিলেন।
আরও পড়ুন:মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ফ্রান্স
]]>