বয়সের সাথে সাথে আমাদের ত্বকের স্থিতিস্থাপকতা হ্রাস পায় এবং বলিরেখা দেখা দেয়। এই বলিরেখা পড়া আটকাতে চাইলে চিয়া বীজের তৈরি একটি ঘরোয়া জেল লাগাতে পারেন ত্বকে। শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে চিয়া সিডে। এছাড়া ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং হাইড্রেটিংগুণও পাওয়া যায় ছোট্ট এই বীজে। চিয়া বীজ আর্দ্রতা শোষণ করে এবং তরলের সাথে মেশালে জেলের মতো পদার্থ তৈরি করে। এই জেল ত্বককে গভীরভাবে হাইড্রেশন... বিস্তারিত