‘আজ কাঠগোলাপের সম্ভাষণ। ছটফটানি মন, তোর অবর্তমানে আমার নির্বাসন যেন অন্ধকারে ডুবে। অনুতাপে শিহরিত হয়েছে আজ ভোরের পাখি, কাঁপে রাতের ওই ধ্রুবতারা। নিঃসঙ্গতার তারাটি আর কত নিঃসঙ্গতার সন্ধান করবে? ফিরে যেতে চাই সেই শিশিরঝরা পুরোনো দুর্বাঘাসের কাছে।
বসবি কি অবেলায়, ফড়িং হয়ে বুকের বাঁ পকেটে?’