চিড়িয়াখানায় ঈদ আনন্দে দর্শনার্থীদের ভিড়

৩ সপ্তাহ আগে
শহরে বইছে ঈদের সুবাতাস, আর মানুষের মুখে মুখে হাসির ঝিলিক। ঈদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে ছুটে চলা বিনোদন কেন্দ্রে- পরিবার কিংবা প্রিয়জনের সঙ্গে। যাদের গন্তব্য মিরপুরের জাতীয় চিড়িয়াখানা, আজ আমরাও তাদের সঙ্গী।

রোববার (৮ জুন) সাপ্তাহিক ছুটির দিন হলেও ঈদের দ্বিতীয় দিন হওয়ায় খোলা চিড়িয়াখানার গেট। তাইতো সকাল থেকেই লম্বা লাইন ধরে অপেক্ষা ছবিতে দেখা পশু পাখির সঙ্গে সরাসরি সাক্ষাতের।


গেট পার হতে না হতেই ছুটোছুটি আর লাফালাফি। কোনদিকে আগে যাবে? কাকে আগে দেখবে। সেই সঙ্গে এটা কি ওটা কি এমন হাজারও প্রশ্নের ছোঁড়াছুড়ি।


এমন উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে চিড়িয়াখানার প্রতিটি প্রান্তে, আর সে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে ক্লান্ত শহরের দেয়ালগুলোও।


আরও পড়ুন: মেহেরপুরে মিনি চিড়িয়াখানায় অভিযান, ২৭ বন্যপ্রাণী উদ্ধার


এরপর একে একে সাক্ষাৎ আর রোমাঞ্চকর অভিজ্ঞতা। যেখানে পাখির খাঁচায় ঝমঝম শব্দ, সাপের ঘরে শিশিরস্নাত চোখ, বাঘ মামার আনন্দ উল্লাস আর বানরের লাফালাফি। সবকিছু মিলে শৈশবের সেরা এক মুহূর্ত।


শিশুদের সঙ্গে সঙ্গে এসেছেন বড়রাও। শহুরে জীবনের ক্লান্তি কাটাতে একটু ফাঁকা জায়গা আর সন্তানদের পশুপাখির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এসেছেন তারা।


প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে দর্শনার্থীদের।

]]>
সম্পূর্ণ পড়ুন