এক.আশফাক, এই আশফাক! নিজের নাম শুনে চমকে ওঠে আশফাক। বিকেলবেলা স্বর্ণকার পট্টি দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল। নির্দিষ্ট কোনো গন্তব্য নেই তার; হাইস্কুল মাঠে যেতে পারে—আজিজুল, মনির, আবু সাঈদরা আড্ডা দিচ্ছে সেখানে কিংবা গোরানের পাশ দিয়ে নদীর পারে—গুচ্ছ গুচ্ছ কাশফুল ফুটে আছে যেখানে; অথবা অন্য কোথাও যেখানে তার মন চায়—এমন একটা ভাব নিয়ে হাঁটছিল। যেতে যেতে তার মাথার মধ্যে কতগুলে লাইন ঘুরতে... বিস্তারিত