শুনতে অবাস্তব মনে হলেও শিশুদের জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েই হাজির হয়েছে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল চিটাগং কিংস। তাদের ক্ষুদে ভক্তদের জন্য ফ্র্যাঞ্চাইজিটির নতুন সংযোজন—‘চিটাগং কিংস কিডস ক্লাব’। শিশুদের জন্য এ ধরনের সুযোগ দেশে প্রথম।
চিটাগং কিংসের স্বত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরী বলেন, ‘আমরা চাই শিশুদের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের এমন অভিজ্ঞতা দিতে। চিটাগং কিংস কিডস ক্লাবের মাধ্যমে আমরা আমাদের ক্ষুদে ভক্তদের আরও কাছ থেকে ক্রিকেটকে ভালোবাসার সুযোগ করে দিতে চাই। এই উদ্যোগের মধ্য দিয়ে চিটাগং কিংস তাদের ক্ষুদে ভক্তদের কাছে ক্রিকেটকে আরও ঘনিষ্ঠভাবে পৌঁছে দেয়ার চেষ্টা করছে।’
আরও পড়ুন: রফিকের ঝড়ে নান্নু-রাজ্জাকদের হার
তারই ধারাবাহিকতায় এক ভিডিও বার্তায় দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শহীদ আফ্রীদি জানান এই কিডস ক্লাবের আদ্যোপান্ত। শুধু আফ্রিদি নয়, চিটাগাং কিংসের একাধিক খেলোয়াড় ভিডিও বার্তায় জানান এই ক্লাবে অংশগ্রহণ এবং সুযোগ-সুবিধার খবর। বাদ যাননি সদ্য নিয়োগ প্রাপ্ত কিংসদের উপস্থাপিকা ইয়াশা সাগরও।
চিটাগং কিংস জানায়, কিডস ক্লাবের মেম্বার হলেই পাওয়া যাবে বেশ কিছু সুবিধা। সকল প্লেয়ার এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সঙ্গে সাক্ষাতের সুযোগ, প্রতি ম্যাচ টিকেট এবং প্লেয়ার বাসে ট্রাভেল করার সুযোগ, থাকবে বিভিন্ন ধরনের গেম, খেলোয়াড়দের সঙ্গে পডকাস্ট এবং ক্রিকেট কুইজ শো এমনকি ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করার মতো সুবিধা। তবে এই সকল সুবিধার জন্য নিতে হবে মেম্বারশিপ। দুই হাজার পাঁচশত টাকা দিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে হওয়া যাবে এই ক্লাবের সদস্য।
আরও পড়ুন: বিপিএলে চিটাগাং মাতাবেন কানাডিয়ান মডেল
]]>