চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে বিরোধে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৩

২ সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জের বাতেন খাঁর মোড়স্থ একটি চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে বিরোধ হয় দুটি পক্ষের। পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিকেলে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর রাতে সেই চায়ের দোকানের সামনে হয় ককটেল বিস্ফোরণ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।

 

গ্রেফতাররা হলেন, জেলা শহরের আরামবাগ এলাকার মো. কাবিরের ছেলে মো. মাহমুদ ওরফে মাহমুদ কানা (২০), একই এলাকার মো. শাহিনের ছেলে মো. রাতুল (২০) ও মো. মানিকের ছেলে মো. মুসা (১৭)।

 

আরও পড়ুন: রাজধানীর ফার্মগেট ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ

 

অতিরিক্ত পুলিশ সুপার এএসএম ওয়াসিম ফিরোজ জানান, গত শুক্রবার (০৪ জুলাই) বিকেলে দুই পক্ষের বিরোধের জের ধরে ইটপাটকেল নিক্ষেপ হয়। এরই জের ধরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার দায়েরকৃত বিস্ফোরক মামলায় এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাকিদেরকেও গ্রেফতার করতে অভিযান পরিচালনা করছে পুলিশ।

 

আরও পড়ুন: এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালে শাহবাগে ককটেল বিস্ফোরণ

 

জানা যায়, শুক্রবার (০৪ জুলাই) চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে জেলা শহরের আরামবাগ ও চুনারীপাড়া এলাকার ছেলেদের মধ্যে বিরোধ হয় এবং উত্তেজনা সৃষ্টি হয়। এরই জের ধরে রাত ১০টা ১৫ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণ হয়। এসময় কয়েকজন যুবককে বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন