চাষী নজরুলের গুণে মহীয়ান ‘দেবদাস’

৩ সপ্তাহ আগে
আমাদের হৃদয় দুঃখে ভরে যায়। এভাবে চিরকালীন হৃদয় নিংড়ে নেওয়া সাহিত্য এবং চলচ্চিত্র গণমাধ্যমও একই সারিতে এসে দাঁড়ায়। সাহিত্যের ভাষা, সাহিত্যের সংলাপও চোখের সামনে অপরূপ ডানা মেলে সুদূরপ্রসারী বৃক্ষ হয়ে ওঠে। ‘আহা এমন করে কেউ মরে? এখন এই মরাটাকে ছোবেই বা কে? কি জাত তাই তো জানিনে’, ‘যেন পূর্ব জন্মের মাটি কেনা ছিল তাই মরতে এসেছে..’। মানুষের মুখের এসব সংলাপের মধ্যে দিয়ে তৎকালীন সমাজজীবন, জাতপাত ভেদাভেদ, কুসংস্কার—এসবেরও পরিচয় মেলে। পার্বতীর দুয়ারে এসে মৃত্যু হয় দেবদাসের। পরিচয় মেলে কাব্যের, যেখানে জীবন–মৃত্যুর, ভালোবাসা আর সম্পর্কের খুঁটি বাঁধা আছে।
সম্পূর্ণ পড়ুন