বুধবার (২০ আগস্ট) পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে। নীলফামারী ও লালমনিরহাট জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।
এছাড়া চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, নোয়াখালী খাল ও রহমতখালি খাল নদীসমূহের পানির সমতল বাড়তে পারে ও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এই সময়ে ফেনী, চট্রগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বর্ণিত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
আরও পড়ুন: ধেয়ে আসছে অতিভারি বৃষ্টিবলয় ‘স্পিড’
এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লুবাছরা, জাদুকাটা, ঝালুখালি, মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতলও বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বর্ণিত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে বলে জানিয়েছে পাউবো।
এদিকে ব্রহ্মপুত্র নদের পানি সমতল আগামী দুই দিন হ্রাস পেয়ে পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। যমুনা নদীর পানি সমতল তিন দিন হ্রাস পেয়ে পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানির সমতল হ্রাস পেতে পারে।
]]>