বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবার গরু ও মহিষের চামড়ার আকৃতি ও ধরণ অনুযায়ী প্রতি বর্গফুটে ৫ টাকা করে দাম বাড়ানো হয়েছে। লবণ ছিটানো চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। খাসি ও বকরির চামড়ার দামেও বেড়েছে ২ টাকা।
তবে বিক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার বড় চামড়ার দাম প্রায় ২০০ টাকা কমিয়ে মাত্র ৬০০ টাকা প্রস্তাব করছেন ক্রেতারা।
আরও পড়ুন: চামড়া সংগ্রহে প্রয়োজনীয় ঋণ না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের
চামড়া কেনার পর তা ট্যানারিতে পৌঁছাতে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যেখানে অতিরিক্ত ৩০০ থেকে ৪০০ টাকা খরচ হয় বলে দাবি করেছেন ক্রেতারা। এই বাড়তি খরচের অজুহাত দেখিয়েই তারা দাম কম রাখছেন বলে অভিযোগ বিক্রেতাদের।
চামড়া ব্যবসায়ীরা জানান, বিদেশি ক্রেতা না থাকায় চামড়া রফতানি হঠাৎ করে কমে গেছে। ইউরোপসহ অন্যান্য দেশে চামড়া রফতানিতে সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
]]>