আজ বাদে কাল ঈদ। তাই দম ফেলার ফুরসত নেই কামারপট্টির কারিগরদের। কামারের হাতুড়ির শব্দ জানান দিচ্ছে দা, বটি, ছুরি তৈরির ব্যস্ত সময়ের কথা। তারা বলেন, শেষ সময়ে কাজের চাপ বেশ বেড়েছে। বেচাকেনাও চলছে ভালোই। সন্ধ্যার পর থেকে চাপ আরও বাড়তে পারে।।
থেমে নেই ক্রেতারাও। কেউ কিনছেন নতুন চাপাতি, আবার কেউ পুরানো ছুরিতে দিয়ে নিচ্ছেন শান।

আরও পড়ুন: কোরবানির ঈদ / ছুটির মধ্যেও যেসব এলাকায় রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা আজ
এদিকে কোরবানির পশু কেনার পাশাপাশি রাজধানীতে জমে উঠেছে পশুর খাবারসহ আনুষঙ্গিক সরঞ্জামের মৌসুমি ব্যবসা। মাংস কাটার জন্য খাইট্টা আর রাখার জন্য চাটাই, পাটিও বেচাকেনা হচ্ছে।
ক্রেতারা জানান, গত বছরের তুলনায় বেশ সস্তায় মিলছে এসব পণ্য। সামাদ নামে এক ক্রেতা বলেন, অন্যান্য বছর দাম চড়া থাকলেও এবার কিছুটা কমেই মিলছে খাইট্টা ও চাটাই।
তবে বৃষ্টির কারণে গত কয়েকদিন বেচাকেনায় কিছুটা ভাটা পড়লেও শেষদিনে বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের। তারা বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে বেচকেনা তেমন হয়নি। আজ শেষদিনে বেচাবিক্রি বাড়তে পারে।
]]>