চলচ্চিত্রে গান লিখে ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার অনন্য অর্জন রয়েছে গীতিকবি কবির বকুলের। আসছে ২১ জুলাই বড় পর্দার গীতিকবি হিসেবে তার পথ চলার ৩০ বছর পূর্ণ হবে।
দীর্ঘ ৩০ বছর ধরে সিনেমার গানে নিজের অবস্থান ধরে রাখার রেকর্ড খুব কম গীতিকারেরই আছে। এমনিতে ৩৭ বছর ধরে গান লিখছেন তিনি। আধুনিক ও ব্যান্ডের গান লিখেছেন প্রায় দুই হাজার। বড় পর্দার জন্য আটশ’র বেশি সিনেমায় তিন হাজারেরও বেশি... বিস্তারিত