রোববার (৮ জুন) রাতে চাটমোহর শাহী মসজিদ প্রাঙ্গণে এ বর্ণাঢ্য আয়োজন করে চাটমোহর স্পোর্টস একাডেমি।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন দেশের খ্যাতনামা ইসলামী সংগীতশিল্পী ওবায়দুল্লাহ তারেক। তিনি তার কণ্ঠে জনপ্রিয় ইসলামী সংগীত পরিবেশন করলে উপস্থিত দর্শকরা বিমুগ্ধ হন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসানুল ইসলাম হীরা, ডা. আসিফ, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু, মুফতী মফিজ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, এবং শাহী মসজিদের পেশ ইমাম কাজী আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মুফতী মাহাদী হাসান খান।
আরও পড়ুন: পাবনায় ফিল্মি স্টাইলে গুলিবর্ষণ, অস্ত্র নিয়ে মহড়া!
পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন:
৫ পারা বিভাগে:
- প্রথম: মো. আব্দুল্লাহ (নওদাপাড়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা)
- দ্বিতীয়: নাসিম হাসান (সারুটিয়া জামেউল উলুম আবাসিক দ্বীনি মাদ্রাসা, ভাঙ্গুড়া)
- তৃতীয়: মো. জিম আহমেদ (নওদাপাড়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, আটঘরিয়া)
১০ পারা বিভাগে:
- প্রথম: আবির হাসান (এম কে আর হাফিজিয়া মাদ্রাসা, চাটমোহর)
- দ্বিতীয়: মো. মহিত হাসান (গুনাইগাছা সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসা, চাটমোহর)
- তৃতীয়: হাবিব নাজ্জাবী (দারুস সুন্নাহ মাদ্রাসা)
৩০ পারা বিভাগে:
- প্রথম: কাওছার আহমেদ (বাহাদুরপুর জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা)
- দ্বিতীয়: আবু আইয়ুব আনসারী (গঙ্গারামপুর মাদ্রাসা, আটঘরিয়া)
- তৃতীয়: হাসানুর রহমান (এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসা, চাটমোহর)
আরও পড়ুন: লিচুর দাম বেশি হলেও লোকসানে বাগান মালিকরা!
চাটমোহর স্পোর্টস একাডেমির আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, ‘আমরা প্রত্যন্ত এলাকার কোরআনের পাখিদের সামনে তুলে ধরতে চাই। তারা যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কোরআন চর্চায় অগ্রণী ভূমিকা রাখতে পারে—এটাই আমাদের লক্ষ্য।’
সাবেক উপজেলা চেয়ারম্যান হাসানুল ইসলাম হীরা বলেন, ‘এবার চারটি উপজেলা নিয়ে প্রতিযোগিতা হয়েছে। আগামীতে পুরো পাবনা জেলা নিয়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
গজলশিল্পী ওবায়দুল্লাহ তারেক বলেন, ‘চাটমোহরের মতো গ্রামাঞ্চলেও জাতীয় মানের এ আয়োজন দেখে আমি অভিভূত। আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি প্রতিযোগিতা শুরু হয়। চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও আটঘরিয়া—এই চার উপজেলার বাছাইপর্ব শেষে ২৬ ফেব্রুয়ারি চাটমোহর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে, যাতে তিন ক্যাটাগরিতে অংশ নেন ৩৫ জন প্রতিযোগি।
]]>