চাটমোহরে জি আর চাল বরাদ্দে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

২ সপ্তাহ আগে
পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জি আর প্রকল্পের চাউল বরাদ্দে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জেলার পক্ষ থেকে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাতটি ধর্মীয় প্রতিষ্ঠানে সাড়ে এগারো মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু প্রকৃত কমিটিকে না জানিয়ে একটি চক্র ভুয়া কমিটি তৈরি করে এসব চাউল উত্তোলন করে আত্মসাৎ করেছে। তারা বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

 

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর

 

বক্তারা দ্রুত আত্মসাৎকৃত চাউল বা সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দেওয়ার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

মানববন্ধনে বক্তব্য দেন রিপন রহমান, ফায়সাল কবির, এস কে পান্না মামুন, আলহাজ্ব সাদেক আলীসহ অনেকেই।

]]>
সম্পূর্ণ পড়ুন