চাকিংয়ের অভিযোগকে কেন্দ্র করে বাকবিতণ্ডা, মুনরো-রিজওয়ানের শাস্তি

২ সপ্তাহ আগে
পাকিস্তান সুপার লিগে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে মুলতান সুলতানসের অলরাউন্ডার ইফতিখার আহমেদের বিরুদ্ধে। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ চলাকালেই ইফতিখারের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন কিউই ব্যাটার কলিন মুনরো।

মুনরোর তোলা অভিযোগের প্রেক্ষিতে সেসময় আম্পায়ার তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি। ম্যাচ শেষেও এই বিষয়ে কিছু জানাননি দায়িত্বরত আম্পায়ার এবং ম্যাচ রেফারি। তবে মাঠের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়।

 

সরাসরি বোলারকে ইঙ্গিত করে মুনরোর করা অভিযোগ স্বাভাবিকভাবে নিতে পারেননি ইফতিখার। তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ করেন ইফতিখার এবং মুলতানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। এসময় মুনরোর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।

 

ইফতারের অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে পরবর্তীতে আর কোনো আলোচনা না উঠলেও মাঠের আচরণবিধি ভাঙায় শাস্তি পেয়েছেন মুনরো এবং রিজওয়ান। দুই ক্রিকেটারকেই ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

 

গতকাল (২৩ এপ্রিল) পিএসএলের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ও মুলতান। শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ১৬৮ রান করে মুলতান। জবাব দিতে নেমে আন্দ্রিস হাউসের অপরাজিত ৮০ রানে ভর করে ৭ উইকেট এবং ১৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মুলতান।

 

আরও পড়ুন: পিএসএল দেখানো বন্ধ করল ভারতীয় প্লাটফর্ম, ক্রিকবাজও তথ্য মুছে দিলো

 

ইসলামাবাদের বড় জয়ে অবদান রেখেছেন মুনরোও। ২৮ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। আর সেই ইনিংস খেলার সময়ই ঘটে আচরণবিধি ভঙ্গের ঘটনা। মুলতানের স্পিনার ইফতিখার বোলিং করার সময় অবৈধ অ্যাকশনের ইঙ্গিত দেন মুনরো। অভিযোগ শুনে এই পাকিস্তানি স্পিনারও ক্ষেপে যান এবং তিনি গিয়ে সেটি স্কয়ার-লেগে দাঁড়ানো আম্পায়ার ক্রিস ব্রাউনকে জানান। উইকেটের পেছনে দাঁড়ানো রিজওয়ানও সেই অভিযোগ মানতে পারেননি, ফলে তিনি তর্কে জড়ান মুনরোর সঙ্গে।

 

এই ঘটনায় পিসিবি দুই ক্রিকেটারের জরিমানা করলেও, ইফতিখারের বিরুদ্ধে ‘চাকিংয়ের’ অভিযোগ আমলে নেয়নি। যদিও ম্যাচ রেফারি আলি নাকভি এবং ক্রিকেট বোর্ড তর্কে জড়ানো রিজওয়ান-মুনরোর বিষয়টি বিশ্লেষণ করেছেন। ইফতিখারের বোলিং নিয়ে কোনো আম্পায়ারই অভিযোগ দেননি বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। এমনকি নিজের ক্রিকেট ক্যারিয়ারেও কখনও এমন অভিযোগের মুখে পড়েননি এই ডানহাতি অফস্পিনার।

 

 

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন