রোববার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে বিকেল ৪ টায় এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় নির্বাচনের যাবতীয় বিষয়াদি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
তিনি বলেন, ‘৫ টি অনুষদের ১৫ টি কেন্দ্রের ৬০ টি কক্ষে ভোট গ্রহণ হবে। প্রতিটি রুমে গড়ে ৪০০-৫০০ শিক্ষার্থী ভোট দিবে। একজন শিক্ষার্থী ৪০ টি ভোট দিবে। সেই অনুযায়ী আমরা গোপন বুথ তৈরি করেছি। অনুষদের ডিনরা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে। প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান। প্রতিটি ভবনে ম্যাজিস্ট্রেট থাকবে। রিটার্নিং অফিসারকে সহযোগিতার জন্য নির্বাচন কমিশনার থাকবে।’
তিনি আরও বলেন, ‘ছবিযুক্ত ভোটার তালিকা, স্বচ্ছ ভোটার বাক্স ও ব্যালট পেপার থাকবে। ইলেক্ট্রিসিটি চলে গেলেও রেকর্ড বন্ধ হবে না। জেনারেটরের সাপোর্ট রেখেছি। সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট চলবে। ভোটকেন্দ্রে পানি আর মেডিকেল টিমও থাকবে। ভোট গ্রহণ শেষে দুই জায়গায় ভোট গণনা হবে। যতক্ষণ না পর্যন্ত উভয়ের গণনা মিলবে ততক্ষণ ভোট গণনা চলবে। বিশ্ববিদ্যালয়ে কোনো অবৈধ শিক্ষার্থী আছে কিনা সেটি ইতিমধ্যেই অভিযানের মাধ্যমে যাচাই বাছাই চলছে। ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী ব্যতীত যাদের আইডি কার্ড নেই তারা ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের ৩১ টি প্রবেশপথের মধ্যে ৭ টি সিল করে দেওয়া হয়েছে। বাকিগুলোতে প্রবেশের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র রাখতে হবে।
আরও পড়ুন: চাকসু নির্বাচন: আচরণ বিধি লঙ্ঘন নিয়ে ব্যাখা দিলো শিবির সমর্থিত প্যানেলে
তিনি বলেন, ‘ভোটের দিন আইনশৃঙ্খলাসহ অন্যান্য বিষয় নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রগুলোর বাইরে ৪ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট থাকবে। পুলিশ আর র্যাবের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী সহ রোভার স্কাউট, বিএনসিসি থাকবে। শিক্ষার্থীদের ভোট দিতে ক্যাম্পাসে আসার জন্য থাকবে বাসের ব্যবস্থা।’
সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন, নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী, নির্বাচন কমিশনার এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্য নির্বাচন সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।