চাকসু নির্বাচনের আচরণবিধি নিয়ে মতবিনিময় সভা বয়কট করল ছাত্রদল

৩ সপ্তাহ আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রণীত খসড়া আচরণবিধি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা বয়কট করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সমাজ বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে একে একে কক্ষ ত্যাগ করেন সংগঠনের নেতাকর্মীরা।


সভায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের উপস্থিতিতে খসড়া আচরণবিধি পাঠ করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ।


পরে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের কথা বলার পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় অডিটোরিয়ামে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। শেষ পর্যায়ে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করে সভা বর্জন করে কক্ষ ত্যাগ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।


চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, যে প্রশাসনের ওপর শিক্ষার্থীরা আস্থা হারিয়েছে, সেই প্রশাসনের পক্ষে কীভাবে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব এটা নিয়ে আমরা সন্দিহান। আমাদের নেতাকর্মীরা বেরিয়ে গেছেন সভা থেকে। আমি সর্বশেষ বের হয়েছি। শুধু ছাত্রদল নয়, আরও অনেক শিক্ষার্থী কথা বলতে না পেরে সভা বয়কট করেছেন।


আরও পড়ুন: চাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা ভেবে দেখছে ছাত্রদল


অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর। আমরাই প্রথম নির্বাচন কমিশনার যারা শপথ গ্রহণ করেছি।


উল্লেখ্য, ঘোষিত তপশিল অনুযায়ী চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে আগামী ১৪ সেপ্টেম্বর। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

]]>
সম্পূর্ণ পড়ুন